মালদা

রবিবারের কালবৈশাখী ঝড় বৃষ্টিতে, ইংরেজ বাজারের বেশ কিছু এলাকা জলমগ্ন

রবিবার গভীর রাতে মালদা জেলার উপর আছড়ে পড়ে কালবৈশাখীর ঝড়-বৃষ্টি। যার রেশ পড়ল সোমবার সকাল পর্যন্ত। এদিনের বৃষ্টি থামতেই দেখা গেল মালদা শহরের নিকাশি ব্যবস্থার বেহাল দশা। এদিন শহরের বেশ কয়েকটি এলাকায় যেমন, সর্বোমঙ্গলা পল্লী, মালঞ্চপল্লীর শাবওয়েগেট, বিবেকানন্দ পল্লী, পিঁয়াজি মোড় সহ বিভিন্ন এলাকা হাটু প্রমান জলে পরিপূর্ণ। এই সমস্ত এলাকায় জল নিকাশি ব্যবস্থা একেবারে বেহাল। ফলে এই সকল এলাকার রাস্তা-ঘাট ডুবে ছিল জলের তলায়। যদিও ঘণ্টা দুয়েকের মধ্যেই জল নেমে যায় বলে খবর। 

        এবিষয়ে স্থানীয় এক ব্যবস্যায়ি জানান, তাদের দীর্ঘদিনের দাবী জল নিকাশের উপযুক্ত ব্যবস্থা করা। কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন কাউন্সিলার এসেছে, চলেও গেছে। কিন্তু তাদের সমস্যার কোন সুরাহা হয়নি। বর্তমানে ভাইস চেয়ারম্যানের এই ওয়ার্ড। কিন্তু তিনি উচু পদে রয়েছেন। তবুও তাদের এই হাল। সকলকে জানিয়েও কোনো সমাধান হয়নি। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/uaZXII4o3IQ